সম্মানিত ফুলবাড়ী উপজেলা বাসী আসসালামু অলাইকুম।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চায়না রিং জাল বা চায়না দুয়ারী জাল যা লোকালী শয়তান জাল নামে পরিচিত। এসব জাল ব্যবহার করার কারণে নদীর ছোট মাছ থেকে শুরু করে সকল জলজ প্রাণী হুমকির সম্মুখীন হচ্ছে। এসব জাল ব্যবহার করা আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। আসন্ন বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির ছোট মাছ গুলো ডিম দিয়ে নদী নলা ও খাল বিল কে ছোট মাছ দিয়ে পরি পুর্ন করবে যদি আমরা চায়না রিং জাল ব্যবহার না করি।এসব জাল ব্যবহার থেকে বিরত থাকি দেশীয় জলজ পরিবেশ ভাল রাখি নিজেরা ভালো থাকি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস